খাগড়াছড়িতে বজ্রপাতে জেলার দীঘিনালায় মা-ছেলে ও রামগড়ে ১ জনসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২টি গবাদি পশুর মৃত্যু হয়েছে।
খাগড়াছড়ির দীঘিনালার উপজেলার গোরস্থান পাড়ায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু হয়। রবিবার ভোরে ঘুমন্ত অবস্থায় টিনের ঘরে বজ্রপাতের আঘাতে আগুন লেগে যায়। এতে মা ও ছেলে পুড়ে মারা যায়। নিহতরা হলেন- হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)। দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে লাশ উদ্ধার করে।
থানার ওসি মো. নুরুল হক জানিয়েছেন, লাশগুলো আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।
অপরদিকে, রামগড় উপজেলার ১নং ইউনিয়নের দুর্ঘম হাজাছড়া এলাকায় বজ্রপাতে গনজ মারমা (৫০) নামে এক ব্যক্তিসহ তার ২টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। নিহত গনজ ওই এলকার বাসিন্দা কংজ্র মারমার ছেলে।
বজ্রপাতের সময় বাড়ির উঠানে বাঁধা গরু গোয়ালঘরে নিতে গিয়ে গরুসহ গনজ মারমার মৃত্যু হয়েছে।