খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কর্মকর্তা রুমানা আক্তার, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় খাগড়াছড়ি সদর গাছবান সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক দল) ৪- ০ গোলে রামগড় পাকনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
অন্যদিকে টুর্নামেন্টে (বালিকা দল) খাগড়াছড়ি সদর বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পানছড়ি খর্গপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
গত ৫ জানুয়ারি খাগড়াছড়ির ৯ উপজেলার ৯টি দল অংশগ্রহণের মধ্য দিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়।