দেশখাগড়াছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধBy AmarNews.com.bd - August 27, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL টানা বর্ষণের কারণে খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়ি নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সিন্দুকছড়ি হয়ে গুইমারা মহালছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে পাহাড় ধসের ঘটনায় কেউ হতাহত হয়নি। রবিবার সকাল ৭টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে।