দেশখাগড়াছড়িতে পর্যটকবাহী বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ,আহত ১০By AmarNews.com.bd - February 21, 20240FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL খাগড়াছড়ির মাটিরাঙ্গা সড়কের সাপমারা এলাকায় বুধবার পর্যটকবাহী বাসের সাথে পিকাপের মুখোমুখি সংঘর্ষে দু’জন নারী নিহত হয়েছে। আহত হয় ১০জন। নিহতরা হলেন প্রীতি বালা গুহ (৪৫) অনিমা ঘোষ (৬৫)। দুজনেই খাগড়াছড়ি জেলা সদরের বাসিন্দা ।