খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

0
খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

খাগড়াছড়ি জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সহযোগিতায় খাগড়াছড়ি প্রেসক্লাবের আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। কর্মশালায় জেলা ও উপজেলার মোট ৫০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে এই প্রশিক্ষণ সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের সমসাময়িক নির্বাচনী নিয়ম-নীতি মেনে কীভাবে পেশাদার সাংবাদিকতা করতে হয়, সে বিষয়ে তারা সুস্পষ্ট ধারণা পাবেন, যা ভবিষ্যতে বাস্তব জীবনে কাজে লাগবে।

প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন ঢাকা মেইল অনলাইনের নির্বাহী সম্পাদক হারুন জামিল, পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং প্রশিক্ষক মো. হুমায়ুন কবীর।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্লসহ খাগড়াছড়ির নয়টি উপজেলার সিনিয়র গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here