খাগড়াছড়িতে দিনব্যাপী পার্বত্য আবৃত্তি উৎসব

0

খাগড়াছড়িতে সম্মিলিত আবৃতি জোট চট্টগ্রামের উদ্যোগে দিনব্যাপী পার্বত্য আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপ-সচিব আশেক রসুল টিপু, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি ফারুক তাহের ও আবৃত্তি উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক চিংলামাং চৌধুরী। 

বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরর্ণাথী পুনর্বাসন টাস্কর্ফোস সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। সারা দিনব্যাপী এ অনুষ্ঠানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নৃত্য, সংগীত, কবিতাসহ নানা রকম পরিবেশনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here