খাগড়াছড়িতে ইমাম-ওলামাদের নিয়ে মতবিনিময়

0
খাগড়াছড়িতে ইমাম-ওলামাদের নিয়ে মতবিনিময়

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইমাম-ওলামা মাশায়েখদের নিয়ে স্থানীয় কমিউনিটি সেন্টারে মঙ্গলবার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মাটিরাঙ্গা বিএনপির সভাপতি শাহজালাল কাজল সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিএনপির সংসদ পদপ্রার্থী ওয়াদুদ ভুইয়া।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে আমরা অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। গত ১৭ বছর কেউ ভোট দিতে পারেনি। একটি দল সামনের নির্বাচনকে নস্যাৎ করতে যাচ্ছে। আমরা তা হতে দেবো না। তিনি আগামী দিনের ভোট ধানের শীষে হক-সকলের প্রতি এ আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান ইউচুপ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাওলানা কাজী সলিম উল্লাহ, মাওলানা আকতারুমজ্জামান ফারুকী, মাওলানা হাফেজ ও ওমর ফারুক।

সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে ইমাম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here