খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নব গঠিত কমিটির শপথ গ্রহণও খাজা গরীবে নেওয়াজের ওরশ উপলক্ষে এক অনুষ্ঠান অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ২টায় জামাতের সভাপতি মাওলানা আবু তাহের আনসারী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ জেলা বিএনপির সভাপতি ওয়াদূদ ভুইয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ, সহ-সভাপতি আব্দুর রউফ রাজা।অনুষ্ঠানে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, মোশারফ হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলার নয়টি উপজেলা থেকে নেতাকর্মীরা যোগদান করেন। প্রধান অতিথি নবগঠিত কমিটিদেরকে শপথ পাঠ করান।