খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

0
খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। 

সোমবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকার ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবক, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, উপ-পরিচালক স্থানীয় সরকার নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. হাসান মারুফ উপস্থিত ছিলেন।  

সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ থেকে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আগাম সতর্কতা, জনসচেতনতা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা দুর্যোগকালীন প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণমূলক উদ্যোগকে জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতিমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here