খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবসকে ঘিরে মানববন্ধন

0

নারীর মুক্তি, ক্ষমতায়ন ও অধিকার কেবল কাগজে, স্লোগানে বা বক্তৃতা থাকলে হবে না, এর প্রকৃত বাস্তবায়ন ঘটাতে হবে। সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ পারিবারিক সামাজিক ও  জাতীয় পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে সকল নারীর জন্য দিতে হবে সম্মান ও মর্যাদা।
শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব সামনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি আয়োজনে “আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়” এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত মানববন্ধনে এসব দাবি তুলেছে। পরে খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এসময় দুর্বার নেটওয়ার্কের সভাপতি নমিতা চাকমা সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য  শেফালী ত্রিপুরা, লালসা চাকমা, তৃণা চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য। এদিকে সচেতন নাগরিক কমিটি সনাক কার্যালয়ে নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সনাকের অন্যতম সদস্য মেহেরুন্নেসা মিলি। এতে বক্তব্য রাখেন ইয়েস লিডার মোঃ রেজভী ও এস ই জি সদস্য জ্যোতিনাথ।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here