খাগড়াছড়িতে “নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নাজমুন আরা সুলতানা সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন।
আলোচনা সভা শেষে চার ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. জয়া চাকমা, ক্রাইঞোরী মারমা, নারী উদ্যোক্তা জানাতুল ফেরদৌস, রত্নগর্ভা প্রীতি বালা ত্রিপুরাতে সম্মাননা স্মারক দেয়া হয়।