খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাকালি এলাকা থেকে অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী এন্টি চাকমাসহ ৩ জনকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্ত অন্য ২ জন হলেন কনিয়া চাকমা ও নিশা চাকমা।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রীতা চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসীরা দীঘিনালা বন বিহার এলাকায় রবিবার বেলা দেড়টায় অপহৃতদের মুক্তি দেয়। শনিবার সাজেক থেকে ফেরার পথে এন্টি চাকমাসহ ৩ জনকে অপহরণ করে সন্ত্রাসীরা।