খর্বাকৃতির ফরহাদ-আরিফা দম্পতির পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক

0
খর্বাকৃতির ফরহাদ-আরিফা দম্পতির পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের তিন ফুট উচ্চতার মোহাম্মদ ফরহাদ ও আড়াই ফুট উচ্চতার আরিফা আক্তার দম্পতির পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক। সোমবার উলচাপাড়া বাজার মাঠের পশ্চিম পার্শ্বে দোকান উদ্বোধন করে ফরহাদের হাতে চাবি তুলে দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া, রামরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান, জনপ্রতিনিধি ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের রিকশা চালক মন মিয়ার পুত্র খর্বাকৃতি মোহাম্মদ ফরহাদ মিয়া। তিনি ছিলেন পরিবারের বড় সন্তান। খর্বাকৃতি মোহাম্মদ ফরহাদ পেশায় ছিলেন রুপার চেইন তৈরির কারিগর। চেইন তৈরি করে যে অর্থ উপার্জন করতেন, সেই অর্থ দিয়ে কোনোরকমে তার সংসার চলত।

তিন ফুট উচ্চতার ফরহাদ প্রায় তিন বছর আগে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামের আলী আকবরের কন্যা আড়াই ফুট উচ্চতার আরিফা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর ফরহাদের বাবা তাদের আলাদা করে দেন। 

এরপর ফরহাদ অন্যের জায়গায় বছরে সাত হাজার টাকা ভাড়ার চুক্তিতে ঘর নির্মাণ করে সংসার শুরু করেন। চেইন তৈরির সময় ধোয়ার কারণে ফরহাদ ধীরে ধীরে শারীরিকভাবে অসুস্থ হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। ফলে তাদের সংসারে অভাব-অনটন নেমে আসে। মানবেতর জীবনযাপন করা এই পরিবারটির জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রথমে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী দেওয়া হয়। পরবর্তীতে ফরহাদকে দোকান উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

রামরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ফরহাদ একজন প্রতিবন্ধী ও অসহায় মানুষ। জেলা প্রশাসক তার কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। 

ফরহাদ বলেন, আমাকে জেলা প্রশাসক দোকান উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ফরহাদের মতো যারা সমাজে আছেন, তারা কাজ করতে পারেন না, তাদের কাজ করতে কেউ দেয় না। তাই হালাল উপার্জনের জন্য ফরহাদকে একটি ব্যবস্থা করে দিয়েছি। এটি একটি চমৎকার উদ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here