ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ব্রাজিল

0
ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ব্রাজিল

দুইবার ছেলেদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে ব্রাজিল। মেয়েদের বিশ্বকাপের আগামী আসরের স্বাগতিক তারা। এবার তাদের ভাবনায় ক্লাব বিশ্বকাপ। 

২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী দেশটি। নিজেদের আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে ফিফাকে জানিয়েছে তারা। রিও দে জেনেইরোতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে।

আগামী বছরের নারী বিশ্বকাপের প্রস্তুতি দেখতে ব্রাজিলে গিয়েছেন ফিফা সভাপতি। আগামী বছরের জুন-জুলাইয়ে ব্রাজিলের ৮টি শহরে হবে বিশ্বকাপ। এর ফাঁকেই ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে আলোচনা করেছে দুই পক্ষ। ব্রাজিলের ফেডারেশনের সভাপতি সামির শৌদ গত বছরই বলেছিলেন, ২০২৯ ক্লাব বিশ্বকাপ তারা আয়োজন করতে চান। এবার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব গেল।

নতুন আঙ্গিকে বড় পরিসরে ক্লাব বিশ্বকাপের প্রথম আসর গত বছর অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। সেই আসরের জন্য কোনো বিডিং পদ্ধতি ছিল না। ফিফাই বেছে নিয়েছিল স্বাগতিক দেশ। ২০২৯ ক্লাব বিশ্বকাপের স্বাগতিক নির্ধারণের পদ্ধতি এখনও চূড়ান্ত করেনি ফিফা।

২০২৯ আসরের জন্য ব্রাজিলের একটি দল এর মধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। গত বছরের কোপা লিবের্তাদোরেস জিতে পরের ক্লাব বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ফ্ল্যামেঙ্গো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here