আগামী ১৯ ডিসেম্বর ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দলের মূল তারকা আর্লিং হালান্ডের ফিটনেসের আশা করছেন ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা।
নরওয়েজিয়ান এই স্ট্রাইকার এবারের মৌসুমে সিটির প্রিমিয়ার লিগের ১৫টি ম্যাচেই মূল দলে খেলেছেন। কিন্তু পায়ের ইনজুরির কারণে গতকাল রবিবার লুটন টাউনের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে অনুপস্থিত ছিলেন।
সৌদি আরবে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে সিটি মেক্সিকান ক্লাব লিও কিংবা জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসের মুখোমুখি হবে। সেমিফাইনালে আগে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন সিটিকে কোন ম্যাচ খেলতে হবে না।
এবারের মৌসুমে ইতোমধ্যেই প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১৪ ও সব মিলিয়ে ১৯ গোল করেছেন হালান্ড। লুটনের বিপক্ষে ম্যাচের আগে গার্দিওলা বলেছেন, পায়ের হাড়ে সামান্য অস্বস্তি দেখা দেয়ায় সে খেলতে পারেনি। আগামী কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে, শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। সিটিতে আসার পর থেকে হালান্ড তার গুরুত্বের প্রমাণ দিয়েছে। কিন্তু ইনজুরি, নিষেধাজ্ঞা মিলিয়ে নানা সমস্যায় তাকে দলে পাওয়া যাচ্ছে না। আমাদের এর সাথে মানিয়ে নিতে হবে।
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের মুখোমুখি হবে সিটিজেনরা। ইতোমধ্যেই গার্দিওলার দল ইউরোপীয়ান সর্বোচ্চ ক্লাব আসরের শেষ ষোল নিশ্চিত করেছে।