ক্রীড়া ফেডারেশনে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ এনএসসির

0
ক্রীড়া ফেডারেশনে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ এনএসসির

যৌন হয়রানি প্রতিরোধে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দেশের সব ফেডারেশনকে অভিযোগ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। নির্দেশ অনুযায়ী, কমিটিতে পাঁচ জন সদস্য থাকতে হবে, যার মধ্যে অন্তত তিন জন নারী থাকতে হবে।

জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) মো. রুহুল আমিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী বুধবারের মধ্যে এই কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদে তা প্রেরণ করতে হবে।

এই নির্দেশনাটি ২০০৯ সালের হাইকোর্টের আদেশ এবং ‘শিক্ষা প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত নীতিমালা ২০০৯’-এর আলোকে জারি করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, যদি কোনো ভুক্তভোগী কমিটির মাধ্যমে সন্তোষজনক প্রতিকার না পান, তবে তিনি জাতীয় ক্রীড়া পরিষদে সরাসরি অভিযোগ দাখিল করতে পারবেন।

সম্প্রতি ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ জানানোকে কেন্দ্র করে ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়া ক্ষেত্রে এই ধরনের ঘটনা সামনে এসেছে। বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট নীতিমালা ও কমিটি কার্যকর হয়নি বলে সমালোচনার মুখে ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here