ক্রিস্টিয়ানো সব সময়ই আমার আদর্শ: এমবাপ্পে

0
ক্রিস্টিয়ানো সব সময়ই আমার আদর্শ: এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে সম্প্রতি স্প্যানিশ টিভি অনুষ্ঠান ‘ইউনিভারসো ভালদানো’-তে সাবেক আর্জেন্টাইন কিংবদন্তি জর্জ ভালদানোর সঙ্গে এক দীর্ঘ ও খোলামেলা সাক্ষাৎকারে অংশ নেন। যেখানে উঠে এসেছে তাঁর শৈশব, ফুটবল যাত্রা, জীবনের দর্শন, আদর্শ ও প্রেরণার গল্প।

সাক্ষাৎকারে এমবাপ্পে অকপটে বলেন, ছোটবেলা থেকেই ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা, “ক্রিস্টিয়ানো সব সময়ই আমার আদর্শ ছিলেন। আমি সৌভাগ্যবান, কারণ এখন তাঁর সঙ্গে কথা বলতে পারি, তিনি আমাকে পরামর্শ দেন, সাহায্য করেন। আমার কাছে তিনি এক নম্বর।”

রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ ৪৫০ গোল করা পর্তুগিজ মহাতারকার কীর্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে এমবাপ্পে বলেন, “তিনি ক্লাবের জন্য অনেক কিছু করেছেন। এখনো রিয়াল ভক্তরা তাঁর স্বপ্ন দেখেন। তবে আমি চাই, আমার নিজস্ব পথ তৈরি করতে।”

রোনালদোকে আদর্শ মানলেও তাঁর সঙ্গে মাঠে কখনো খেলা হয়নি এমবাপ্পের। তবে ফুটবল ইতিহাসের আরেক মহানায়কের সঙ্গে মাঠ ভাগাভাগি করার সৌভাগ্য হয়েছে তাঁর- লিওনেল মেসি। ২০২১ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর দু’মৌসুম একসঙ্গে খেলেছেন দুজন। মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে এমবাপ্পে বলেন, “মেসির পাশে খেলা ছিল এক অনন্য সৌভাগ্য। আমি কখনো ভাবিনি আমার ক্যারিয়ারে এমন কিছু ঘটবে। আমি সব সময় রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখতাম, বার্সেলোনায় যাওয়ার কথা কখনো ভাবিনি। আমি ধরে নিয়েছিলাম, মেসি বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করবেন।”

মেসির ব্যক্তিত্ব ও প্রভাব নিয়ে এমবাপ্পে বলেন, “যখন আপনি বিখ্যাত হন, তখন অনেকে আপনাকে নানা নামে চিহ্নিত করে। কিন্তু মেসি সম্পূর্ণ বিনয়ী, সবাইকে সম্মান করেন। তিনি একেবারেই অনন্য একজন খেলোয়াড়। এমন একজনের পাশে থেকে শুধু তাঁকে দেখাটাই শেখার জন্য যথেষ্ট। তাঁর সঙ্গে থাকাটা আমাকে খেলোয়াড় হিসেবে অনেক পরিণত করেছে, খেলা আরও গভীরভাবে বুঝতে শিখেছি।”

শেষে কৃতজ্ঞতা প্রকাশ করে এমবাপ্পে বলেন, “তাঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এটা ছিল আমার জীবনের দুটি অসাধারণ বছর। এমন এক অনন্য খেলোয়াড়কে পাশে পাওয়া সত্যিকার অর্থেই ছিল একটি সুবর্ণ সুযোগ।”

সূত্র: beIN Sports

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here