ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে যুক্ত করা প্রধান সেতুটি লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। আজ শনিবার এই অভিযোগ করেছেন রাশিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিওগুলোর সত্যতা যাচাই করা যায়নি।
তবে ইউক্রেন এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
গেল কয়েক মাসে ক্রিমিয়া সেতু লক্ষ্য করে অন্তত দুটি হামলা চালানো হয়েছে। ২০১৪ সালে ক্রিমিয়া নিজেদের নিয়ন্ত্রণে নেয় রাশিয়া। ২০১৮ সালে রাশিয়া ক্রিমিয়াকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে কার্চ সেতুটি চালু করে।
সূত্র: বিবিসি