ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ সেতুতে ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের

0

ইউক্রেনীয় বাহিনী ক্রিমিয়ার সঙ্গে সংযোগকারী একটি সেতু ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। বুধবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ানদের কাছে এ সেতুটি চোনহার সেতু নামে পরিচিত। একে ক্রিমিয়ার গেটও বলা হয়ে থাকে। ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগের জন্য শর্টকাট হিসেবে এ পথ ব্যবহার করে আসছিল রাশিয়া। এ ছাড়া এটি ক্রিমিয়া ও ইউক্রেনের অন্যান্য অঞ্চলে সেনা ও রসদ সরবরাহেও ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু হামলার কারণে রাশিয়ার নিয়ন্ত্রিত খেরসন অঞ্চল থেকে ক্রিমিয়ায় যেতে অন্য পথ ব্যবহার করতে হচ্ছে।

তিনি বলেন, ইউক্রেনীয় সন্ত্রাসীরা খেরসনের বাসিন্দাদের ভয় দেখাতে চায়। তারা তাদের মাঝে আতঙ্ক ছড়াতে চায়। কিন্তু এ কাজে তারা সফল হবে না। আমরা জানি কীভাবে দ্রুত সেতু মেরামত করতে হয়। খুব দ্রুতই সেতুটিকে যানবাহন চলাচলের উপযোগী করা হবে। 

হামলার পর স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ক্রিমিয়ায় রাশিয়ার নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ। তিনি বলেন, সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে বিশেষজ্ঞরা কাজ করছেন।

হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে ক্রিমিয়া পুনরুদ্ধার ও অধিকৃত সব অঞ্চল থেকে রাশিয়ান সেনাদের বিতাড়িত করার অঙ্গীকার আগেই ব্যক্ত করেছে কিয়েভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here