১৭৫০ কোটি ডলার। বিট কয়েনে যা আনুমানিক দুই লাখ। এই ডিজিটাল মুদ্রা নিয়েই যাত্রা শুরু করেছে ট্রাম্পের কৌশলগত ক্রিপ্টোমুদ্রার রিজার্ভ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোমুদ্রার কৌশলগত রিজার্ভ গড়ার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
এর আগে ট্রাম্প কৌশলগত রিজার্ভ হিসেবে পাঁচ ডিজিটাল মুদ্রার নাম ঘোষণা করেছেন। ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, ক্রিপ্টোমুদ্রার মধ্যে থাকবে এক্সআরপি, এসওএল এবং এডিএ। আমি নিশ্চিত করছি যে যুক্তরাষ্ট্র হবে বিশ্বের ক্রিপ্টোমুদ্রার রাজধানী। তার এক ঘণ্টা পরই সামাজিক মাধ্যমে আরেকটি পোস্টে ট্রাম্প জানান, এবং নিশ্চিতভাবেই ক্রিপ্টোমুদ্রার মধ্যে আরো থাকবে বিটিসি ও ইটিএইচ।
হোয়াইট হাউসে আয়োজিত প্রথম ‘ক্রিপ্টো সম্মেলনে’ ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এই খাতে সবার আগে থাকা খুবই জরুরি।’
এই সম্মেলনে বিভিন্ন ক্রিপ্টো প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা, মন্ত্রিসভার কর্মকর্তা ও আইন প্রণেতারা অংশ নেন, যাঁদের অনেকেই পর্যায়ক্রমে ডিজিটাল সম্পদের বিষয়ে ট্রাম্পের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
নতুন করে সাহস ফিরে পাওয়া এই শিল্প খাতের প্রতিনিধিরা জানান, বাইডেন প্রশাসন তাদের প্রতি অন্যায্য আচরণ করেছিল, যা গত নির্বাচনে ট্রাম্প ও অন্য রিপাবলিকানদের জয়ী হতে সাহায্য করেছে।
ট্রাম্প আবারও সুবিধাজনক আইন ও সহজ নীতিমালা প্রণয়নের মাধ্যমে ক্রিপ্টো শিল্পকে সহায়তা করার ইচ্ছার কথা ব্যক্ত করেন।