ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’

0
ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট 'টেস্ট টোয়েন্টি'

১৬শ শতাব্দীতে ক্রিকেটের আবির্ভাবের পর থেকে বিশ্ব ক্রিকেট প্রেমীরা তিনটি মূল ফরম্যাটে খেলা দেখার অভিজ্ঞতা পেয়েছেন—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। চলতি শতকে কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে ১০ ওভার বা ১০০ বলের ক্রিকেট চালু হলেও তা আন্তর্জাতিক মানে স্বীকৃত নয়। তবে ২০২৬ সালে ক্রিকেটের নতুন একটি ফরম্যাট ‘টেস্ট-টোয়েন্টি’ চালু হতে যাচ্ছে, যা টেস্ট এবং টি-টোয়েন্টির অনন্য মিশ্রণ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভার্চুয়াল সভায় ম্যাথু হেডেন, হরভজন সিং, ক্লাইভ লয়েড ও এবি ডি ভিলিয়ার্স নতুন এই ফরম্যাটের সূচনা ঘোষণা করেন। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের জন্য পরিকল্পিত এই ফরম্যাটে একটি ম্যাচ একদিনে সম্পন্ন হবে এবং খেলায় থাকবে টি-টোয়েন্টির মতো উত্তেজনা।

টেস্ট-টোয়েন্টি ফরম্যাটের বিস্তারিত:

নতুন এই ফরম্যাটে প্রতিটি দল দুটি ইনিংসে খেলবে, প্রতিটি ইনিংস হবে ২০ ওভার, অর্থাৎ ম্যাচে মোট ৮০ ওভার খেলা হবে। রান গণনার নিয়ম টেস্ট ক্রিকেটের মতো ইনিংসের রান পরের ইনিংসে ক্যারিফরওয়ার্ড হবে। প্রতিটি দল দুই ইনিংসে মোট ৪০ ওভার ব্যাটিং করবে, কিন্তু পুরো ম্যাচ একদিনেই শেষ হবে।

যেমন ধরুন, টিম ‘বি’ প্রথম ইনিংসে ২০ ওভারে ১৭০ রান করলে, টিম ‘এ’ তাদের চ্যালেঞ্জ হিসেবে ১৮০ রান করে। এরপর টিম ‘বি’ আবার ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের রানসহ নতুন রান যোগ করবে। পুরো ম্যাচ শেষ হবে একটি দিনের মধ্যে।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১৬ জনের স্কোয়াড রাখবে, যার মধ্যে ৮ জন ভারতীয় ও ৮ জন বিদেশি ক্রিকেটার থাকবে। প্রথম মৌসুমের আয়োজন করা হবে ভারতীয় জমি থেকে, যেখানে ১৩ থেকে ১৯ বছর বয়সী ক্রিকেটাররা খেলবেন। দ্বিতীয় মৌসুম থেকে নারী ক্রিকেটারদেরও সুযোগ দেওয়া হবে।

এই ফরম্যাট উদ্ভাবন করেছেন ক্রীড়া উদ্যোক্তা ও ওয়ান-ওয়ান সিক্স নেটওয়ার্কের সিইও গৌরব বাহিরভানি। তিনি বলেন, এটি শুধু নতুন একটি লিগ নয়, ক্রিকেটের ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যৎ গঠনের এক প্রচেষ্টা।

পরামর্শক বোর্ডে আছেন ক্রিকেট কিংবদন্তি ক্লাইভ লয়েড, এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেইডেন ও হরভজন সিং। এবি ডি ভিলিয়ার্স বলেন, এটি খেলোয়াড় ও দর্শকের জন্য নতুন স্বপ্নের সূচনা। 

ম্যাথু হেইডেন জানান, এটি এক প্রজন্মের সঙ্গে অন্য প্রজন্মের সেতুবন্ধন।

তবে ক্লাইভ লয়েড টেস্ট ক্রিকেটের গুরুত্ব রক্ষা করার কথা বলেছেন। তিনি মন্তব্য করেন, ‘টেস্ট ক্রিকেটকে অবহেলা করা হচ্ছে, যা আমি মেনে নিতে পারি না। এই সিস্টেমে নতুন কিছু যোগ করা প্রয়োজন, কারণ টেস্ট না খেললে সেরা ক্রিকেটার চেনা কঠিন।’

সূত্র: ক্রিকেট ডট কম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here