বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসায় চুরির মামলায় আরেক ক্রিকেটারের স্বামী মো. আল-আমিন দেওয়ান আযানকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আব্দুর রহিম মিলনকেও বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় আযানের তিন দিন এবং মিলনের এক দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর মশিউল আলম ভূঁইয়া আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। মিলনের পক্ষে তার আইনজীবী নুরুল ইসলাম দিদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন।
আযানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আযান আদালতকে বলেন, ‘সাড়ে ৩ হাজার ডলার নয়, ৭০০ ডলার ভাঙিয়েছি। ওরা (বাদী) তা জানে।’ উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের এ আদেশ দেন।
শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর জালাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, বাসা থেকে দুটি আইফোন ও ওয়ারড্রবের তালা ভেঙে সাড়ে ৩ হাজার ডলারসহ মোট সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরির অভিযোগে গত ২৯ জানুয়ারি স্বর্ণা আক্তার মামলা দায়ের করেন।