নারী কেলেঙ্কারিতে নেতৃত্ব হারানোর পর দল থেকেও বাদ পড়েছিলেন টিম পেইন। এবার ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন অজি এই উইকেটরক্ষক ব্যাটার। তাকে আর কখনোই বাইশ গজে দেখা যাবে না।
৩৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটার তাসমানিয়ার হয়ে তার শেষ শেফিল্ড শিল্ড ম্যাচ খেলেছেন। হোবার্টে কুইন্সল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুক্রবার বিকেলে ব্লান্ডস্টোন এরিনা থেকে বেরিয়ে যাওয়ার সময় সতীর্থ এবং প্রতিপক্ষের কাছ থেকে গার্ড অব অনার গ্রহণ করেছিলেন পেইন।
পেইন ৩৫ টেস্টে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।