ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দারুণ কিছু সুযোগ তৈরি করলেন লিওনেল মেসি। আশাহত হলেন প্রতিবার। ক্রসবারে লেগে ফেরত এলো আর্জেন্টাইন মহাতারকার দুটি শট। অফ সাইডে বাতিল লুইস সুয়ারেসের গোল।
বারবার সুযোগ হারিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয়বারের মতো জয়বঞ্চিত হলো ইন্টার মায়ামি। শিকাগো ফায়ারের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হলো লিওনেল মেসিদের।
শিকাগোর সোলজার ফিল্ডে ৬২ হাজার ৩৫৮ দর্শকের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পান মেসি। বক্সের বাইরে থেকে তার নেওয়া শট কোনোভাবে ঠেকিয়ে দেন শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্রাডি। এরপর একাধিকবার আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি মায়ামি।
ম্যাচের ৬৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি–কিক নিয়েছিলেন মেসি, কিন্তু বল গিয়ে লাগে ক্রসবারে। একই দৃশ্য ফেরে ম্যাচের ৮৫ মিনিটেও। এবার ডান পাশ থেকে ফ্রি–কিক নিয়েও গোলবঞ্চিত থাকেন মেসি, বল আবারও লাগে ক্রসবারে।
শিকাগোর পক্ষ থেকেও কয়েকটি ভালো আক্রমণ হয়েছে, তবে মায়ামির মতো তারাও গোলের দেখা পায়নি। দুই দলের রক্ষণ এবং গোলরক্ষকদের দৃঢ়তায় গোলশূন্য ভাবেই শেষ হয় ম্যাচটি।
এই ড্রয়ের ফলে ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে ইন্টার মায়ামি। তালিকার শীর্ষে থাকা কলম্বাস ক্রুর পয়েন্ট ১৮, তবে তারা একটি ম্যাচ বেশি খেলেছে। আগামী ১৯ এপ্রিল রাতে সেই কলম্বাসের বিপক্ষেই মাঠে নামবে মায়ামি।
মেসি কি পারবেন সেই ম্যাচে গোল খরা কাটাতে—এটাই এখন বড় প্রশ্ন।