ক্রমশই কমছে আদিপুরুষের আয়!

0

ক্রমেই কমছে ‘আদিপুরুষ’ সিনেমার আয়। রামায়ণের কাহিনী অবলম্বনে নির্মিত সিনেমাটি ষষ্ঠ দিনে ভারতে আয় করেছে মাত্র তিন কোটি ২৫ লাখ রুপি (নেট)।

সবমিলিয়ে সিনেমাটি ছয়দিনে আয় করেছে ১২০ কোটি রুপি (নেট)। এরমধ্যে মুক্তির প্রথম তিন দিনেই সিনেমাটির আয় ছিল ১০৫ কোটি রুপি। খবর এনডিটিভি।

গত সোমবার থেকেই আদিপুরুষের আয় কমতে থাকে। অনেকেই বলছেন বাজে রিভিউ ও বিতর্কিত সংলাপের কারণে আদিপুরুষের এই বাজে দশা।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here