ক্যালিফোর্নিয়ায় ‘বিপর্যয়কর এবং প্রাণঘাতী বন্যা’র আশঙ্কা

0

শক্তিশালী হ্যারিকেন ‘হিলারি’ ধেয়ে আসছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে। মেক্সিকোর বাজা ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কাছাকাছি চলে এসেছে হ্যারিকেন হিলারি। আর এই ঝড়ের আগে ক্যালিফোর্নিয়ার বিস্তৃত অঞ্চলজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, সোমবার পর্যন্ত ঝড় থেকে ‘বিপর্যয়কর এবং প্রাণঘাতী বন্যা’ দেখা দিতে পারে। ঝড়ের কেন্দ্র আঘাত হানার আগে ভারী বৃষ্টির হতে পারে।

সিএনএন জানিয়েছে, হারিকেন হিলারি কিছুটা দুর্বল হয়ে তিন মাত্রার ঝড়ে নেমে এসেছে। এই মুহূর্তে এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৫ কিলোমিটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here