ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে জ্যোতি

0

ভারত নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই হেরেছে বাংলাদেশ। তবে দল হারলেও প্রথম ম্যাচে ব্যাট হাতে ৫১ রান করেছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, যার প্রভাব পড়েছে তার র‍্যাংকিংয়ে।

নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন জ্যোতি, যা তার ক্যারিয়ার সেরা র‍্যাংকিং। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪৪ রানে হেরে সিরিজ শুরু করে টাইগ্রেসরা। বল হাতে সেই ম্যাচে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন রাবেয়া। এমন দুর্দান্ত পারফরম্যান্সে ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে পৌঁছেছেন তিনি। আট ধাপ এগিয়ে টি-টোয়েন্টির সেরা বোলারদের মধ্যে আটে আছেন এই লেগ স্পিনার।

এ ছাড়া পেসার মারুফা আক্তারও সেদিন দারুণ বোলিং করেন। ৩ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। দুটো উইকেটই আসে ইনিংসের শেষ ওভারে। যার ফলে ১১ ধাপ এগিয়ে ৩২-এ উঠেছেন ডানহাতি এই পেসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here