ক্যাম্বেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বইমেলার প্রস্তুতি শুরু

0

আগামী ২২ শনিবার ক্যাম্বেলটাউনের গ্রেগ পারসিভাল হল ও সংলগ্ন হেলিনান পার্কে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বইমেলা। বইমেলাকে ঘিরে শনিবার (১৮ জানুয়ারি) সিডনির ক্যাম্বেলটাউনে এক কমিউনিটি ব্রিফিংয়ের আয়োজন করা হয় স্থানীয় একটি রেস্টুরেন্টে।

সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অফ ক্যাম্পবেলটাউন, এ বি স্ট্রিট লাইব্রেরি এবং মাল্টিকালচারাল কমিউনিটি কানেক্টের উদ্যোগে আয়োজিত এই মেলায় থাকবে বইয়ের স্টল, লেখক কর্নার, নতুন বই উন্মোচন, শিশুদের অনুষ্ঠান, এবং লেখকদের প্যানেল আলোচনা। ব্রিফিংয়ে বইমেলা কমিটির চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বইমেলার প্রস্তুতি ও প্রস্তাবিত আন্তর্জাতিক ভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের কথা তুলে ধরেন।

ক্যাম্পবেলটাউনে প্রস্তাবিত আন্তর্জাতিক ভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগের সাথে এই বইমেলা আয়োজনের সংযোগ সম্পর্কেও সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দকে অবহিত করা হয়। অনুষ্ঠান পরিকল্পনা, বইয়ের ষ্টল, লেখক কর্ণার, নতুন বই উম্মোচন, শিশুদের অনুষ্ঠান, লেখকদের প্যানেল আলোচনাসহ আনুসাঙ্গিক বিষয়সমূহ নিয়ে উপস্থিত সবাই আলোচনায় অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে বইমেলা কমিটি সাংবাদিকসহ কমিউনিটির নেতৃবৃন্দের বিভিন্ন গঠনমূলক প্রশ্নের খোলামেলা জবাব দেন।

বইমেলার সার্বিক সাফল্য ও সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর আশিকুর রহমান এশ। কমিউনিটি সদস্যসহ উপস্থিত ছিলেন মিডিয়া ব্যাক্তিত্ব জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরেফিন, সিডনি প্রতিদিনের সম্পাদক নাইম আবদুল্লাহ,  ফাগুন হাওয়া’র সভাপতি তিশা তানিয়া, ড্রিম কি রিয়েল এস্টেটের কিশওয়ার আক্তার, ফারুক তালুকদার, রাজন, বারদিয়া বাংলা স্কুলের প্রতিনিধি রিয়াদ আলম সহ পাকিস্তান, ভারত ও নেপালী কমিউনিটির প্রতিনিধিবৃন্দ। 

আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন পারভেজ খান, কায়সার আহমেদ, আবদুস সোবহান, কামাল পাশা প্রমুখ। কমিউনিটি ব্রিফিং এ আয়োজকদের পক্ষ থেকে মিডিয়া ও কমিউনিটি সদস্যদের সর্বাত্বক সহযোগিতা কামনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here