ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির ১৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, জাহাজটির ২৬ জন কর্মকর্তা-কর্মচারীর ২৪ জনকে উদ্ধার করা হয়েছে, দুজন এখনও নিখোঁজ।
এমভি ফ্যালকন নামের ক্যামেরুনের পতাকাবাহী জাহাজটি ওমানের সোহার বন্দর থেকে অ্যাডেন উপসাগর হয়ে জিবুতি যাচ্ছিল।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স জানিয়েছে, শনিবার ঘটনাটি ঘটেছে অ্যাডেন থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে। তবে কোনো সশস্ত্র গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে, জাহাজটিতে কারা হামলা করেছে তা এখনও জানা যায়নি। বিস্ফোরণের কারণও স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
সংবাদ সংস্থা সাবা এক হুথি কর্মকর্তার বরাতে জানিয়েছে, এ হামলার সঙ্গে ইয়েমেনের কোনো গোষ্ঠী সম্পৃক্ত নয়। হুথি গোষ্ঠী হামলা করলে ঘটনার কয়েক ঘণ্টা কিংবা কখনো কয়েক দিন পর সে বিষয়ে জানিয়ে থাকে।
উল্লেখ্য, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ২০২৩ সাল থেকে লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে। মূলত যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত তাদেরকে শত্রু হিসেবে গন্য করে হুথিরা। কিন্তু এমভি ফ্যালকন ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত নয়। সাধারণত যেসব জাহাজ হুথিদের লক্ষ্যবস্তু হয়, এটি সেগুলোর অন্তর্ভুক্ত নয়। সূত্র: আল-জাজিরা