ক্যান্সার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

0
ক্যান্সার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

দেশে ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম অধিক সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি আজ সোমবার রাজধানীর ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ আয়োজিত স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তন করা থেকে শুরু করে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পাশাপাশি তিনি দেশের ৬৪ জেলায় ক্যান্সার সচেতনতা কার্যক্রম পৌঁছে দিতে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও জানান, বর্তমান সরকার প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা করেছে। ক্যান্সার চিকিৎসার জন্য লিনাগ মেশিন অত্যন্ত প্রয়োজনীয়। সরকার ৩৬৩ কোটি টাকায় আরও ছয়টি লিনাগ মেশিন ক্রয় করেছে, যা আগামী কয়েক মাসের মধ্যে দেশে আসবে।

স্তন ক্যান্সার চিকিৎসায় যুগোপযোগী ব্যবস্থা নেওয়ার জন্য ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আমলাতান্ত্রিক জটিলতার উদাহরণ দিয়ে তিনি বলেন, “একটি ফাইল এক ব্যক্তির কাছে এক মাস ১০ দিন ধরে আটকে থাকলে উন্নয়ন কাজ কিভাবে এগানো যাবে?” তিনি সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা উল্লেখ করেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর হয়তো কেউ থাকবেন না, তবে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ এনজিও সাধারণ মানুষের পাশে থাকবে। এছাড়া বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক দেশে এনে অভিজ্ঞতা অর্জনের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক অধ্যাপক ডাক্তার মো. আবু জাফর বলেন, স্তন ক্যান্সার ধরা পড়লে শতভাগ নিরাময় সম্ভব। তিনি সবাইকে লজ্জা বা ভয়ে না ভুঁকে যথাসময়ে স্ক্যানিং করার পরামর্শ দেন। এছাড়া তিনি সতর্ক করেন, বিশ্বের প্রেক্ষাপটে ৩০ বছরের নিচেও স্তন ক্যান্সারের ঘটনা দেখা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here