‘ক্যান্সার চিকিৎসায় টার্গেট থেরাপীর দিকে এগুতে হবে’

0

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ ক্যান্সার চিকিৎসায় অনকোলোজি বিভাগকে টার্গেট থেরাপীর দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এফ-ব্লকে অনকোলোজি বিভাগে পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

বিএসএমএমইউ এর অনকোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অনকোলোজি বিভাগের মেডিক্যাল অনকোলোজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম, ক্লিনিক্যাল অনকোলোজির সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন, সহযোগী অধ্যাপক ডা. মামুন অর রশীদসহ বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here