ক্যানসার আক্রান্ত আয়ুষ্মানের স্ত্রী এখন কেমন আছেন?

0

২০১৮ সালে প্রথমবার স্তন ক্যানসারে আক্রান্ত হন অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। নিয়মিত পরীক্ষার মধ্যেই ছিলেন তিনি। তবে পুরোপুরি রোগমুক্তি যে ঘটেনি, বোঝা গেল ৭ বছর পর। দ্বিতীয়বারও স্ত্রীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিনেতা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়ুষ্মান খুরানার স্ত্রী লিখেছিলেন, ‘আবার সে ফিরে এসেছে।’ তাতেই অভিনেতা লিখেছেন, ‘দ্বিতীয়বারও তোমার পাশে আছি।’ ইতোমধ্যেই শুরু হয়েছে চিকিৎসা। কিন্তু কেমন আছেন? 

এই মুহূর্তে হিনা খানও স্তন ক্যানসারে আক্রান্ত। যদিও মনোবল হারাননি তিনি। মন শক্ত করে লড়ে যাচ্ছেন। মনের জোর হারাতে নারাজ তাহিরাও। হাতে সূর্যমুখী ফুল নিয়ে ছবি দেন তিনি। লেখেন, ‘আমি সেরে উঠছি।’

এমনিতেই তাহিরার দ্বিতীয়বার এই অসুস্থতার খবর শুনে তার আরোগ্য কামনা করেছেন বলিউডের একটা বড় অংশ। শুধু বলিউড নয় বহু অনুরাগী তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়ুষ্মান-ঘরণী।

তাহিরা লেখেন, ‘আপনাদের সকলের ভালবাসা এবং প্রার্থনায় আনন্দিত! এগুলোই জাদুর মতো কাজ করছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।’ তিনি আরও বলেন, ‘আমি কিছু মানুষকে জানি যারা প্রার্থনা করছেন, আবার অনেককে আমি চিনি না, তবুও আমি তোমাদের সকলের প্রতি কৃতজ্ঞ।’

তার কথায়, ‘একই ভাবে তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে চেনো এবং অন্যরা হয়তো না-ও চিনতে পারো, সকলকে ধন্যবাদ। যখন এমন একটি সংযোগ তৈরি হয় যা রক্তের সম্পর্কের বাইরে, সেটাই হয় মানবতার সম্পর্কের সর্বোচ্চ রূপ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here