গতকাল সোমবার জীবনের সব আয়োজন সাঙ্গ করে পরপারের পথ ধরেছেন ভারতীয় সঙ্গীত আকাশের উজ্জ্বল নক্ষত্র পঙ্কজ উদাস। ৭২ বছর বয়সী সংগীত সাধকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন তার মেয়ে নায়াব উদাস।
ক্যানসার কেড়ে নিয়েছে পঙ্কজ উদাসের প্রাণ। থামিয়ে দিয়েছে তার সুমধুর স্বর। দীর্ঘদিন এই রোগযাপন করেছেন তিনি।
অনুপ জালোটার আরো বলেছেন, ‘এমনিতে আমাদের কথাবার্তা হতো, যোগাযোগ ছিল। কিন্তু গত তিন মাসে তার সঙ্গে কোনো কথা হয়নি। উনি নিজে থেকে কোনো ফোন করেননি। আমি ফোন করেছিলাম বহুবার। উনি যাতে আমাকে ফোন করেন, সে জন্য তার মেয়ে নায়াবকেও বেশ কয়েকবার বলেছিলাম। কিন্তু ওদিক থেকে কোনো ফোন আসেনি। বুঝতে পারছিলাম, মানুষটা কষ্ট পাচ্ছিলেন। ক্যানসার ধরা পড়ার পর থেকেই নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন।!’
আজ মঙ্গলবার মুম্বাইয়ের ওরলির হিন্দু ক্রিমেটোরিয়ামে পঙ্কজজির শেষকৃত্য সম্পন্ন হবে। বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা তাঁর শেষকৃত্য হবে বলে নায়াব জানিয়েছেন।