ক‍্যানবেরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন

0

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ক্যানবেরার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট নামক সংগঠনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে এক ব্যতিক্রমী হাঁটার আয়োজন করে। 

এতে স্থানীয় বিভিন্ন ভাষাভাষী লোকজন বিভিন্ন ভাষার ব‍্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এবং সবাই একই রঙের টি-শার্ট পরে এ হাঁটায় অংশ নেয়। হাঁটার উদ্বোধন করেন স্থানীয় আদিবাসী নেতা। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার এবং চার্জ ডি অ্যাফেয়ার্স ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ, স্থানীয় এমপি ও কমিউনিটি নেতৃবৃন্দ। 

ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট -এর সভাপতি ড. জামীর হোসাইন ক্যানবেরার ১২তম বার্ষিক মাতৃভাষা পথযাত্রায় (Language Walk) যোগদান করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। 

তিনি সবাইকে বলেন, আসুন আমরা সবাই মিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে সমবেত কণ্ঠে গর্বের সাথে উচ্চকণ্ঠে বলি- ‘আমাদের ভাষা, আমাদের গর্ব’। 

উল্লেখ্য, এ পথযাত্রা চলাকালীন ন্যাশনাল ক‍্যারিলিউন থেকে বিভিন্ন মাতৃভাষা বিষয়ক সংগীতের মিউজিক প্লে করা হয়। 

ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট কমিটি ম‍্যাম্বার ও ফাউন্ডার প্রেসিডেন্ট জিয়াউল বাবলু জানান, ‘২০১৪ সাল থেকে এ প্রোগ্রাম আয়োজন করছি। এতে ২০-৩০টি ভাষার মানুষ অংশগ্রহণ করে থাকেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here