বিয়ের পর ভালোই সময় যাচ্ছে কিয়ারা আদভানির! এবার ক্যাটরিনা কাইফকে সরিয়ে একটি পানীয়র ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন সিদ্ধার্থ ঘরণী। এতদিন ওই পানীয়র বিজ্ঞাপন মানেই ছিল ক্যাটরিনা। তবে এবার ব্র্যান্ডটি পরিবর্তন এনেছে তাদের বিজ্ঞাপনে। সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ক্যাটরিনার বদলে এখন নতুন মুখ কিয়ারা।
এদিকে বিজ্ঞাপনে নতুন লুকে কিয়ারাকে দেখে ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিজ্ঞাপনটির প্রশংসায় পঞ্চমুখ কিয়ারার অনুরাগীরা। তবে কেউ কেউ আবার ক্যাটরিনাকেও মিস করছেন বলে মতামত প্রকাশ করেছেন।