ক্যাচ মিস নিয়ে যা বললেন শান্ত

0

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৩২৮ রানের ব্যবধানে হারের পর আজ দ্বিতীয় টেস্টে ১৯২ রানে হেরেছে বাংলাদেশ। এমন ভরাডুবির পর কাঠগড়ায় বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিট। এ ছাড়া আলোচনায় শান্ত-দিপুদের ক্যাচ মিসের প্রসঙ্গও। প্রথম টেস্টে শূন্য রানে জীবন পেয়ে সেঞ্চুরি করেছিলেন কামিন্দু মেন্ডিস।

টেস্ট সিরিজে একাধিক ক্যাচ মিস হয়েছে। সবমিলিয়ে বড় বড় সুযোগ হাতছাড়া হয়েছে টাইগারদের। তবে এই ক্যাচ ছাড়ার ‘রোগের’ কোনো উত্তর অবশ্য নেই অধিনায়ক শান্তর কাছে।

টেস্টের আগে প্রাকটিস করার সুযোগ ছিল না বাজে ব্যাটিংয়ের জন্য এটা একটা কারণ কি না এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘এটা একটা কারণ হতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি তা বলতে চাই না কারণ বর্তমান সময়ে যেভাবে খেলা চলছে, আমাদের তার সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে হবে। যারা তিন ফরম্যাট খেলে তাদেরকে অ্যাডজাস্ট করে খেলতে হবে। যারা তিন ফরম্যাট খেলে না তাদের হয়তো একটু বাড়তি প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে। সামনে আমাদের যত খেলা আছে, এভাবেই আমাদের প্রস্তুতিটা নিতে হবে। কীভাবে ৩ ফরম্যাটে অ্যাডজাস্ট করে খেলতে পারি সে চিন্তা করে অনুশীলন, প্রস্তুতি নেওয়া উচিত।’

আজ শেষ দিনে তাইজুল-হাসানদের নিয়ে একাই লড়েছেন মেহেদী হাসান মিরাজ। বাজে ব্যাটিং নিয়ে কোনো অজুহাত দিতে চান না শান্ত, ‘পুরো সিরিজে আমরা ভালো ব্যাটিং করিনি। অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। অনেক কথা বলা যেতে পারে। কিন্তু দল হিসেবে আমরা দুই ম্যাচের চার ইনিংসে ভালো ব্যাটিং করিনি।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here