সিলেট টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের জন্য মিশ্র অনুভূতির ছিল। দিনশেষে আয়ারল্যান্ডের ৮ উইকেট তুলে নিলেও একাধিক ক্যাচ মিসের কারণে আরও বড় সাফল্য হাতছাড়া হয়েছে টাইগারদের।
দিনের খেলার মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেন সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। এর সুযোগ কাজে লাগিয়ে পল স্টার্লিং ও অভিষিক্ত কেড কারমাইকেল হাফ সেঞ্চুরি করেন। এছাড়া লরকান টাকার ও জর্ডান নিলও জীবন পেয়ে অতিরিক্ত রান সংগ্রহের সুযোগ পান।
ক্যাচ মিসের প্রসঙ্গে ম্যাচ শেষে পেসার হাসান মাহমুদ বলেন,’এটা খেলারই অংশ, ভুল হতেই পারে। আমরা চেষ্টা করি, তবে এমন সুযোগ আসছে মানেই ইতিবাচক কিছু ঘটছে। ফিল্ডাররা পরের সুযোগের জন্য আরও প্রস্তুত থাকে।’
ক্যাচ মিসে দলের ক্ষতি হলেও সহখেলোয়াড়দের দোষ না দিয়ে ইতিবাচক মনোভাব রাখছেন হাসান। তিনি যোগ করেন,’অবশ্যই খারাপ লাগে যখন ক্যাচ মিস হয়, কিন্তু সবাই চেষ্টা করছে। আমরা প্রতিদিন ফিল্ডিং অনুশীলন করছি, উন্নতি করার চেষ্টা চলছে। খেলার মধ্যে কিছু মিস হতেই পারে, সেটা স্বাভাবিক।’
পেসার আরও আশা প্রকাশ করেন যে, ম্যাচ যত এগোবে স্পিনাররা তত বেশি কার্যকর হয়ে উঠবেন। তিনি বলেন,’উইকেট ধীরে ধীরে ঘুরবে, স্পিন বাড়বে। বোলাররা যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তবে স্পিনাররাই ম্যাচের ফল নির্ধারণে ভূমিকা রাখবে। আজ কিছু ক্যাচ মিস হয়েছে, কিন্তু আশা করছি পরের দিনগুলোতে আমরা তা পুষিয়ে নিতে পারব।’

