বিপিএলের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে গেছে ফরচুন বরিশাল। সোমবার আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান করে চট্টগ্রাম। রান তারায় নেমে ১৪ ওভার ৫ বল খেলেই লক্ষ্যে পৌঁছে যায় তামিম ইকবালের দল।
চট্টগ্রাম ব্যাট করার সময় ওপেনার জশ ব্রাউনের একটি ক্যাচ মিড অফে ছেড়ে দেন তামিম। তখন ব্রাউনের রান ছিল ২০, পরে আরও ১৪ রান যোগ করেন তিনি; হাঁকান দুটি ছক্কা।
জয়ের দিনে উইকেট কেমন ছিল? এমন প্রশ্নের জবাবে বরিশালের অধিনায়ক বলেন, ‘উইকেট দেখে আগের দিনের চেয়ে ভালো মনে হয়েছে। তবে মিরপুরে দুপুরের ম্যাচে শুরুর দিকে বোলারদের জন্য কিছুটা হলেও সাহায্য থাকে। আমার মনে হয়, প্রথম কয়েক ওভারে উইকেট কিছুটা চিটচিটে ছিল। যেটা আমরা দারুণভাবে কাজে লাগিয়েছি।’