কোহলি রেকর্ড গড়লেন কিন্তু বেঙ্গালুরুর শেষ রক্ষা হলো না!

0

গুজরাট টাইটানসের বিপক্ষে ১৩ চার ও এক ছক্কায় ৬১ বলে সেঞ্চুরি (১০১) করে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি শতকের মালিক বনে গেলেন বিরাট কোহলি।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার কোহলির এটা সপ্তম সেঞ্চুরি। এতে কোহলি পেছনে ফেললেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে। গেইলের আইপিএল সেঞ্চুরির সংখ্যা ছয়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কোহলির দল করেছে ৫ উইকেটে ১৯৭ রান।

সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে কোহলির অষ্টম সেঞ্চুরি এটি। এই সংস্করণে তার চেয়ে বেশি শতক আছে কেবল গেইল (২২) ও বাবর আজমের (৯)। এছাড়া সমান ৮ সেঞ্চুরি করেছেন মাইকেল ক্লিঙ্গার, অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। 

সবমিলিয়ে চলতি আসরে ৬ ফিফটি ও ২ সেঞ্চুরিতে তার রান হলো ৬৩৯। তৃতীয়বার এক আসরে ৬০০-এর বেশি রান করলেন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক।

তার প্রাপ্তির দিনে অবশ‍্য শেষ রক্ষা করতে পারেনি ব‍েঙ্গালুরু। শুভমান গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে গুজরাটের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে হেরে গেছে ৬ উইকেটে।

৫ বল থাকতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার পথে ৫২ বলে ৮ ছক্কা ও ৫ চারে অপরাজিত ১০৪ রান করেন গিল। তার বিস্ফোরক ইনিংসে নিশ্চিত হয়েছে প্লে-অফের চতুর্থ ও শেষ দল। টুর্নামেন্টে টিকে গেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

সেরা চারের অন‍্য তিন দল হলো গুজরাট, চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here