কোহলি-আনুশকা প্রেম করছেন, জানতেন শাহরুখ?

0

দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর বিয়ে করেছেন ভারতের অন্যতম তারকা দম্পতি ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। বর্তমানে তাদের সংসারে রয়েছে দুইটি সন্তান। ক্রিকেটার ও অভিনেত্রীর সংসারজীবনও বেশ সুখের। শুরু থেকেই দু’জনের বোঝাপড়াও দারুণ। 

যদিও অনেকটা গোপনেই প্রেম করে গেছেন এই জুটি। তবে বলিউড বাদশাহ শাহরুখ খানের চোখের আড়াল করতে পারেননি। কিং খান সত্যিই টের পেয়েছিলেন এই দুই তারকার প্রেমের খবর। 

শাহরুখ আরও বলেন, ‘আমি একটা সিনেমার শুটিং করছিলাম, আনুশকাও ওই সিনেমায় ছিল। সেখান থেকেই পরিচয়। আমাদের সম্পর্কটাও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল।’

বিরাটকে নাচ শেখানোর কথাও জানান শাহরুখ।  তিনি বলেন, ‘আমি কোহলিকে পাঠান সিনেমার নাচের স্টেপ শিখিয়েছি। ওকে ভারতের একটি ম্যাচে নাচতে দেখেছিলাম। সেই ম্যাচে রবীন্দ্র জাদেজার সঙ্গে নাচার চেষ্টা করেছিল। সেই নাচের স্টেপ দেখে আমি দুঃখ পাই। কারণ সেটা কোনো নাচের স্টেপ হয়ে দাঁড়ায়নি। তারপর ওদেরকে বলি, তোমাদের নাচ শেখানোর সুযোগ দাও আমাকে প্লিজ।’

বিরাট কোহলি ও আনুশকা শর্মা ২০১৩ সাল থেকে প্রেম করেছেন। দীর্ঘ ৪ বছর প্রেমের পর ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন এই জুটি। এরপর ২০২১ সালে তাদের প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। ঠিক তিন বছর পর ২০২৪ সালে লন্ডনের একটি হাসপাতালে ছেলে অকায়ের জন্ম হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here