কোহলির প্রশংসায় বন্ধু সুনীল

0

ক্রিকেট ও ফুটবলে ভারতের মুখ উজ্জ্বল করেছেন দুই তারকা। বিরাট কোহলি এবং সুনীল ছেত্রি। একে অপরের খুব ভালো বন্ধু তারা। তাই একজনের সাফল্যে উচ্ছ্বসিত হন আরেকজন। সেই ছবিটাই ধরা পড়ল ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের পর। পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের সেঞ্চুরি নিয়ে মুগ্ধ সুনীল, রেশ কাটেনি এখনও। ম্যাচের পর জানালেন সেটাই।

রবিবার আইএসএলের ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে বেঙ্গালুরুর হার বাঁচান সুনীল ছেত্রী। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।

এদিকে, রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেটা ছিল বিরাট কোহলির ৩০০তম ওডিআই ম্যাচ। তবে পাকিস্তানের বিপক্ষে বিরাটের সেঞ্চুরির রেশ কাটেনি এখনও সুনীলের মন থেকে।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের পর এক সাংবাদিক সুনীলকে বলেন, ‘আপনি বিরাটের খুবই কাছের বন্ধু। ক্যারিয়ারে ৩০০তম ওডিআই ম্যাচ খেলে ফেললেন কোহলি। আপনিও খেলছেন দীর্ঘদিন ধরে। দুজনই তরুণ প্রজন্মের কাছে রোলমডেল। বিরাটের এই পারফর্ম্যান্স নিয়ে কী বলবেন?’

উত্তরে সুনীল উচ্ছ্বসিত হয়ে সাংবাদিককে বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিটা দেখেছিলেন? বিরাট একজন দুর্দান্ত ক্রিকেটার। বারবার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ওর প্রতিভা নিয়ে বলতে গেলে যেকোনো শব্দই কম পড়বে। দীর্ঘদিন ধরে একই ছন্দে খেলে যাচ্ছেন এবং কঠিন পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করার চেষ্টাই ওকে আলাদা করে তুলেছে বাকিদের থেকে। যখনই কথা হয়, আরই উন্নতি করার তাগিদ দেখতে পাই বিরাটের মধ্যে। আশা করি ভবিষ্যতে দেশকে আরও সাফল্য এনে দেবেন উনি।’

২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট তালিকায় তিনে আছে বেঙ্গালুরু এফসি। জাতীয় দল থেকে অবসর নিলেও আইএসএলে দাপট দেখাচ্ছেন সুনীল ছেত্রী। এখনও পর্যন্ত ১২ গোল করে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনিই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here