ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হারতে হয়েছে ভারতকে। এর মধ্যেই একের পর এক ইনজুরির খবর যেন স্বাগতিকদের চাপ আরও বাড়িয়েছে। আজ থেকে বিশাখাপত্তমে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট থেকে চোটের কারণে ছিটকে গেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল।
প্রথম দুই টেস্টে দলে থাকতে না পারা মোহাম্মদ শামিকেও সম্ভবত সিরিজের বাকি ম্যাচেও পাওয়া যাবে না। জাদেজার হালও শামির মতোই। তিনি সিরিজের মধ্যে চোট সারিয়ে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগমুহূর্তেই বিসিসিআই জানিয়েছিল, ‘বিরাট কোহলি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দু’টি টেস্ট থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছেন। অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন এবং জোর দিয়েছেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সব সময়েই তার সর্বোচ্চ অগ্রাধিকার, কিছু ব্যক্তিগত কারণে তিনি খেলতে পারছেন না।’
এদিকে, ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, কোহলি বর্তমানে ভারতের বাইরে রয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিনটি টেস্ট খেলবেন কি না, তা নিয়ে বড় সংশয় রয়ে গেছে। কার্যত কোহলির এই মুহূর্তে কোনো খবর নেই। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরু হবে।