কোহলিকে ছাড়িয়ে গুগল সার্চের শীর্ষে সূর্যবংশী

0
কোহলিকে ছাড়িয়ে গুগল সার্চের শীর্ষে সূর্যবংশী

ভারতের উদীয়মান ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী এখন শুধু মাঠে নয়, জনপ্রিয়তার শীর্ষেও। ১৪ বছর বয়সী এই কিশোর ক্রিকেটার ২০২৫ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া ভারতীয় ব্যক্তিত্ব হিসেবে উঠে এসেছেন, এমনকি বিরাট কোহলিকেও ছাড়িয়ে।

শুক্রবার দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতের গ্রুপ ‘এ’ ম্যাচে তিনি রীতিমতো ইতিহাস গড়েন। মাত্র ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যবংশী, যা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

ম্যাচ শেষে সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে তাকে জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করা হলে বৈভব জানান, খ্যাতি বা আলোচনার চেয়ে তার কাছে খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, ‘আমি এসব বিষয়ে খুব বেশি মন দিই না। আমার ফোকাস থাকে নিজের খেলায়। হ্যাঁ, এসব শুনতে ভালো লাগে, আনন্দও পাই। কিন্তু এরপর সামনে এগিয়ে যাওয়াই আমার কাজ।’

গত ইনিংসটি ছিল ৯টি চার এবং ১৪টি ছক্কায় সাজানো, যা অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। তার এই ১৭১ রান যুব ওয়ানডেতে কোনো ভারতীয় ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৭৭ রান করেছিলেন আম্বাতি রাইডু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here