কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল

0

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট অস্কার আরিয়াসের ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক ইমেইল বার্তায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিসা বাতিলের তথ্য তাকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপি-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অস্কার আরিয়াস জানিয়েছেন, তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে। কোস্টারিকার দুইবারের এই প্রেসিডেন্ট ১৯৮৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। মধ্য-আমেরিকায় গৃহযুদ্ধের অবসানে তার প্রচেষ্টার জন্য নোবেল কর্তৃপক্ষ তাকে এই স্বীকৃতি দেয়।

কোস্টারিকার সাবেক এই প্রেসিডেন্ট বলেছেন, মঙ্গলবার সকালের দিকে তার মার্কিন পর্যটক ও ব্যবসায়িক ভিসা বাতিল করার তথ্য ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র কেন তার ভিসা বাতিল করেছে তা পুরোপুরি পরিষ্কার নয়। তবে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি ও শুল্কনীতির একজন কট্টর সমালোচক।

মার্কিন ভিসা বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে ৮৪ বছর বয়সী অস্কার আরিয়াস বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের একটি দৃষ্টান্ত। কিন্তু আজ দেশটির গণতন্ত্রে স্বৈরাচারের বৈশিষ্ট্য রয়েছে।”

সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here