কোস্টগার্ডের অভিযানে তিন অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক

0
কোস্টগার্ডের অভিযানে তিন অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক

টেকনাফের বাহারছড়ায় অভিযান চালিয়ে তিনজন অপহৃতকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় তিনজন অপহরণকারীকে আটক করা হয়। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর রাত ১১টায় বাহারছড়া কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সেখানে অপহরণকারীদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটক তিনজনকে উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, আটককৃতরা মুক্তিপণের জন্য ভুক্তভোগীদের নির্যাতন করছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here