ঢাকার গুলশানের একটি অভিজাত হোটেলে দিনব্যাপী কোর্ট রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির সহযোগিতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) রবিবার (১৪ ডিসেম্বর) এ কর্মশালার আয়োজন করে। এতে সহায়তা করে সুইডেন দূতাবাস।
কর্মশালায় দেশের ১৪টি জেলার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামান (অতিরিক্ত সচিব)।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, বিচার বিভাগ-সংক্রান্ত সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের সত্য, নির্ভুল ও দায়িত্বশীল হতে হবে। তথ্য প্রকাশের আগে গভীর অনুসন্ধান ও পর্যবেক্ষণ জরুরি। এই কর্মশালা সাংবাদিকদের সে দক্ষতা বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা (রুল অব ল, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি) রোমানা শোয়েগার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মো. আব্দুল কাইয়ূম, কর্মশালার পরিচালক ও নিমকোর উপপরিচালক আইরিন সুলতানা এবং কর্মশালা সমন্বয়ক ও সহকারী পরিচালক নাফিস আহমেদ।
সভাপতির বক্তব্যে নিমকোর মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামান বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করে আসছে। সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির সহযোগিতায় আয়োজিত এই কর্মশালাটি ছিল সময়োপযোগী ও শিক্ষণীয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

