কোরিয়ান গায়কের আত্মহত্যা

0

বিষন্নতায় ভুগে শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিয়েছেন কোরিয়ান গায়ক চোই সুং-বং। গতকাল মঙ্গলবার দক্ষিণ সিউলের নিজ বাড়ি থেকে ৩৩ বছর বয়সী এই গায়কের মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, মৃত্যুর আগে নিজ ইউটিউব চ্যানেল বিদায় বার্তাও দিয়েছিলেন তিনি। নোটে লেখা ছিল, আমার ভুলের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।

২০২১ সালে বিশাল অংকের তহবিল সংগ্রহের জন্য মিথ্যার আশ্রয় নেন এই গায়ক। বলেছিলেন, তার শরীরের বিভিন্ন ধরনের ক্যানসার বাসা বেঁধেছে। ফলে চিকিৎসার জন্য তার অর্থের প্রয়োজন। পরে জানা যায় প্রতারণা করেছেন তিনি। বিতর্কের মুখে অন্যায়ের কথা স্বীকার করে ক্ষমা চান। সাথে অনুদানের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন। 

সেই থেকেই ওই শিল্পী মানসিক অবস্বাদে ভুগছিলেন। অনেকেরই ধারণা সেই হতাশা থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here