কোরবানির পশুর বর্জ্য ৬ ঘণ্টায় অপসারণ করবে কেসিসি

0

খুলনা মহানগরীতে রাত ৮টার মধ্যে নগরীর সড়ক ও সব এলাকা থেকে বর্জ্য অপসারণ করা হবে। সুষ্ঠুভাবে কাজ করতে কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা শাখার সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে, বর্জ্য অপসারণের জন্য কেসিসির ওয়ার্ড পর্যায়ে ৭১৭ জন শ্রমিক নিয়মিত কাজ করেন। তাদের সঙ্গে দৈনিক মজুরির ভিত্তিতে আরও ১০০ জন শ্রমিক নেওয়া হয়েছে। আরও ১০০ জন শ্রমিক নিয়োগের অনুমোদন নেওয়া হয়েছে। প্রয়োজনে তাদেরকেও কাজে লাগানো হবে।

কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আব্দুল আজিজ বলেন, ঈদের দিন দুপুর ১টা থেকে কাজ শুরুর জন্য শ্রমিকদেরকে প্রস্তুত রাখা হবে। মূল কাজ শুরু হবে দুপুর ২টা থেকে। রাত ৮টার মধ্যেই কোরবানির পশুর উচ্ছিষ্টাংশ অপসারণ করে রাজবাঁধের ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হবে। তিনি বলেন, খুলনায় অনেকে ঈদের দ্বিতীয় দিন কোরবানি দেন। ওই বর্জ্যগুলো যাতে অপসারণ করা যায়, এজন্য ঈদের পরদিন এবং তৃতীয়দিনও শ্রমিকরা মাঠে কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here