কোয়ালিফাই না করেও যেভাবে বিশ্বকাপ খেলতে পারে আর্জেন্টিনা

0

চলতি বছরের ২০ মে ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে দেখা দেয় অস্থিরতা। 

সেকারণে ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপের আসর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ইন্দোনেশিয়ার হারানো সুযোগ এবার লুফে নিতে চায় আর্জেন্টিনা।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চল থেকে মূল পর্বে জায়গা পেয়েছে ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডর। স্বাগতিক হতে পারলে মেসির দেশকেও দেখা যেতে পারে এই আসরে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, দু-এক দিনের মধ্যেই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক দেশের নাম চূড়ান্ত করা হবে। এখন পর্যন্ত অন্য কোনো দেশ আয়োজক হতে আবেদন না করায় আর্জেন্টিনাতেই হচ্ছে বিশ্বকাপ।

সূত্র: ইএসপিএন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here