কোমা থেকে ফিরে ড্যামিয়েন বললেন, ‘সমুদ্রসৈকত উপভোগ করছি’

0
কোমা থেকে ফিরে ড্যামিয়েন বললেন, ‘সমুদ্রসৈকত উপভোগ করছি’

মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে টানা আট দিন কোমায় থাকার পর অবশেষে বাসায় ফিরলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ড্যামিয়েন মার্টিন। শনিবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগ ভক্ত, পরিবারসহ বন্ধুদের ধন্যবাদ জানিয়ে ছবি পোস্ট করেছেন তিনি।

সেখানে তিনি লেখেন, ‘আমি ফিরে এসেছি’। বেঁচে থাকা নিয়ে ৫০/৫০ সম্ভাবনার ৮ দিন কোমায় থাকার পর আমি ফিরে এসেছি। ওই সময় আমি হাঁটা এমনকি কথাও বলতে পারিনি। চারদিন পর চিকিৎসকরাও অবিশ্বাস করছিলেন সব– কারণ আমি হাঁটতে পারছিলাম এবং কথা বলছি। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে, কী কারণে আমাকে পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চালাতে হাসপাতাল থেকে মুক্তি দিতে হবে।’

শেষমেশ আমি এই রোগ থেকে মুক্ত। এখন সমুদ্রসৈকতে জীবন উপভোগ করছি।’’তিনি আরেও লেখেন, ৫৪ বছর বয়সী মার্টিন গত সপ্তাহে ‘বক্সিং ডে’তে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অস্ট্রেলিয়ার হয়ে প্রায় ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার মার্টিনের। ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ক্যারিয়ারে ৬৭টি টেস্টে ৪৬.৩৭ গড়ে করেছেন ৪৪০৬ রান, আছে ১৩টি সেঞ্চুরি। এ ছাড়া ২০৮ ওয়ানডেতে ৪০.৮০ গড়ে ৫৩৪৬ রান করেন মার্টিন, রয়েছে ৫টি সেঞ্চুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here